Skip to main content

গুগলের প্রজেক্ট আরা ২০১৬ এর আগে নয়
গুগলের প্রজেক্ট
গুগলের প্রজেক্ট 'আরা'


প্রত্যাশা ছিল গুগলের আরা প্রজেক্টের উদ্ভাবিত মডুলার স্মার্টফোনটি এ বছরের মধ্যেই গ্রাহক হাতে পেয়ে যাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সব মিলিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে গুগল আগামী ২০১৬ এর আগে মডুলার স্মার্টফোন বাজারে আনতে পারবে না। হার্ডওয়্যারের অংশ বিশেষ পরিবর্তন করা যাবে এমন একটি অ্যান্ড্রয়েড হ্যান্ড সেট তৈরি করতে যাচ্ছে গুগল। পরিকল্পনা ছিল এ বছর পুর্তোরিকোতে সেই ফোন অবমুক্ত করা হবে।

এই উচ্চাভিলাষী প্রকল্প সম্পন্ন হতে যতোটা সময় প্রাথমিক ভাবে নেবে বলে ধারণা করা হয়েছিল বাস্তবে তা তার থেকে অনেক বেশি সময়ই নিচ্ছে। আসলে মূল নমূনা তৈরিতেই বেশী সময় চলে গেছে। যাহোক, গুগল এখন এই বিশেষ ডিভাইসটি অবমুক্ত করার জন্যে আমেরিকাতেই উপযুক্ত স্থান খুঁজছে। তার মানে পুর্তোরিকোতে ডিভাইসটি অবমুক্ত হবে কিনা সে ব্যাপারে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। 

Comments

Popular posts from this blog

Symphony Xplorer ZVl

Symphony Xplorer ZVI - Full Specification   - Operating System: Android 4.4.2 KitKat  - Display: 5" AMOLED HD  - Resolution: 1280*720  - Processor: 1.4 GHz Octa Core  - GPU: Mali 450-MP4  - Battery: 2050 mAh Li-Polymer  - Camera: 13 MP + 8 MP  - Memory: 2GB RAM & 16GB ROM  - Expandable Memory: Support up to 32 GB  - Dimension: 141.3 x 70.6 x 6.85 mm cube  - Connectivity: 3G, WiFi, Bluetooth, USB, USB OTG  - Sensors: Accelerometer(3D), Light Sensor, Proximity Sensor, G-sensor, GPS, AGPS, Magnetic Sensor  - Release Date: Yet to be announced 

First post

Hi, visitor it's my first post in blog . In this blog you have all phone's new update information.   আসুস ঘোষণা করল জেনওয়াচ ২ এবং ৪টি নতুন মডেলের জেনপ্যাড ট্যাবলেট সম্প্রতি তাইপে’র কম্পিউটেক্সে যে শুধ জেনফোন সেলফি’র ই ঘোষণা দেওয়া হয়েছে তা কিন্তু নয়। আসুস একসাথে তাদের নতুন জেনওয়াচ ২ এবং ৪টি নতুন মডেলের জেনপ্যাডের ট্যাবলেটেরও ঘোষণা দিয়েছে।  জেনওয়াচ ২ :  দু’টি ভিন্ন আকারে আসছে এই জেনওয়াচ২ - ৩৭ মিমি ও ৪১ মিমি আকারের ঘড়ি দুটিতে থাকবে যথাক্রমে ১৮ মিমি ও ২২ মিমি আকারের স্ট্র্যাপ। তিনটি রঙে স্টেইনলেস স্টিল ফিনিশে পাওয়া যাবে এ ঘড়ি। এর মধ্যে আছে রুপালি, গান মেটাল ও গোলাপ আভাসমৃদ্ধ সোনালী রঙ। ঘড়ির ব্যান্ডের উপাদান ও রঙে আছে নানান বৈচিত্র্য। রাবারের তৈরি ব্যান্ড পাওয়া যাবে নীল, কমলা, লাল এবং হালকা বাদামী রঙে। আর চামড়ার ব্যান্ডের রঙ হবে খাকি, খয়েরী, ধূসর, নীল ও কমলা। শুধু তাই নয়, এর সাথে আছে স্টেইনলেস স্টিল এর ব্রেসলেট। এই ব্রেসলেটেও পাওয়া যাবে রুপালি, গান মেটাল এবং গোলাপ আভার সোনালী রঙে। আরো আরেকটি ধরণের ব্যান্ড থাকবে এই ঘড়িতে- চামড়ার স্ট্র্যাপে থাকবে হীরক ও সারোভস্কি ক্রিস্টাল।  জেনওয়